
সোয়াই নদী রক্ষার দাবিতে শ্যামগঞ্জ বাজারে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুরে এ অবরোধ কার্যক্রম চলে। এতে মহাসড়কে বিভিন্ন ধরণের যানবাহন আটকে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোয়াই নদীর খনন কাজ শুরু হয় গত বছর। প্রকল্পে বলা ছিল ৪৬ কিলোমিটার নদী খনন করা হবে। কিন্তু এ খনন কাজ শেষ হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সোহাই নদী খননের কাজ শেষ করা। এ দাবিতে আজ বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে মহাসড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করে একটি সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী অবস্থান কর্মসূচিতে যোগ দিতে থাকে। পরে দুপুরে মহাসড়ক অবরোধ করে।তবে অবরোধকারীরা অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরী সেবাখাতের যানবাহনকে ছেড়ে দিতে দেখা যায়।