সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

পড়শি বলে ডাকলে পৌঁছে দিবে বাড়ি

প্রকাশ:

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২০, ২০২৫ || ০৬:০৪

121

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

পড়শি বলে ডাকলে পৌঁছে দিবে বাড়ি

ছবি :মুক্তদিন
রিকশায় চড়ছেন যাত্রী। হঠাৎ চোখ আটকে যায় চালকের গায়ের টি শার্টের পেছনে। সেখানে লেখা রয়েছে, 
“প্রিয় আরোহী আমি আপনাকে পৌঁছে দেবো আপনার গন্তব্যে। আপনি আমাকে পড়শি বলে ডাকুন”। 
যাত্রী চালকের কাছে এমন লেখার কারন জানতে চাইলে চালক বলেন, স্থানীয় কিছু তারুণ আজ দুপুরে এ টি শার্টটি তাকে পারিয়ে দিয়েছেন। 
পরে এ লেখার তাৎপর্য ব্যাখ্যা করেন গৌরীপুর পৌর শহরের হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা হারুন মিয়া। তিনি জানান, এ লেখাটি মূলত একটি প্রচারাভিযান। সমাজে রিকশা চালকদের সম্মান জানানো এর উদ্দেশ্যে। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ভিনগোলার্ধ’ এ ধরণের প্রচার করেছেন। হারুন মিয়া ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলা শাখার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।


হারুন মিয়া জানান, গতকাল বুধবার থেকে গৌরীপুরে এ প্রচারাভিযানের উদ্বোধন হয়। এ প্রচারাভিযান উদ্বোধনের পর শহরের তিন শতাধিক রিকশা  ও ভ্যান চালকদের ‘পড়শি’ লোগোযুক্ত টিশার্ট উপহার দেওয়া হয়।

জানতে চাইলে রিকশাচালক নূর হোসেন নূরু বলেন,‘ আমরা গরীব মানুষ। পেটের দায়ে রিকশা চালাই। কিন্ত অনেক যাত্রী আমাদের ভালো আচরণ করেন না। কেউ কেউ তুই- তুকারি করে ডাকে। এই বিষয়গুলো আমাদের খারাপ লাগে। খারাপ আচরণের বদলে পড়শি নামে ডাকলে তো আমরা খুশিই হবো।
গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ বলেন, পড়শি মানে প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীর সাথে যেমন ভালো আচরণ করি। ঠিক তেমনি আমাদের রিকশা ও ভ্যানচালক ভাইদের সাথেও যেন তেমন ভালো আচরণ করি।  স্বেচ্ছাসেবী সংগঠন ভিনগোলার্ধ চালকদের জন্য  ভালোবাসা দেখিয়ে যে প্রচারাভিযান চালিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়।

ভিনগোলার্ধের গৌরীপুরের সমন্বয়ক মো. হারুন মিয়া আরও জানান, ভিনগোলার্ধ সংগঠনটি ১৯৯০ সালে যাত্রা শুরু করে। সংগঠনটি বিভিন্ন জেলায় মিনি পাঠাগার স্থাপন, অসহায় মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ ও সমাজে কিছুটা বৈষম্যের শিকার পেশাজীবী মানুষের জন্য কাজ করে। এ ধরণের কাজের আর্থিক যোগান দেয় সংগঠনটি।
গতকাল বুধবার শুরু হওয়া এপ্রচারভিযানে অংশ নেন  গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, বসুন্ধরা শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, তাসাদদুল করিম, শামীম হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।

-----Ad1----