
অমর একুশে বইমেলায় এসেছে কামরান পারভেজের প্রথম উপন্যাস ‘এইসব রঙিন ধাঁধা’। বইটি প্রকাশ করেছে চৈতন্য। মেলায় চৈতন্যের স্টলে (৬০৭-৬০৮) বইটি এখন পাওয়া যাচ্ছে। এইসব রঙিন ধাঁধার প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত।
‘এইসব রঙিন ধাঁধা’ হতে পারে পাঠকের জন্য আলাদা রকমের আনন্দের উন্মোচন।প্রেম, বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে লেখা ৭২ পৃষ্ঠার এ উপন্যাসের মূল্য ২৫০ টাকা।