সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

মেলায় এসেছে কামরান পারভেজের উপন্যাস ‘এইসব রঙিন ধাঁধা’

প্রকাশ:

শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ || ০১:৫২

159

মুক্তদিন সাহিত্য

মেলায় এসেছে কামরান পারভেজের উপন্যাস ‘এইসব রঙিন ধাঁধা’

ছবিঃ মুক্তদিন

অমর একুশে বইমেলায় এসেছে কামরান পারভেজের প্রথম উপন্যাস ‘এইসব রঙিন ধাঁধা’। বইটি প্রকাশ করেছে চৈতন্য। মেলায় চৈতন্যের স্টলে (৬০৭-৬০৮) বইটি এখন পাওয়া যাচ্ছে। এইসব রঙিন ধাঁধার প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত।

‘এইসব রঙিন ধাঁধা’ হতে পারে পাঠকের জন্য আলাদা রকমের আনন্দের উন্মোচন।প্রেম, বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে লেখা ৭২ পৃষ্ঠার এ উপন্যাসের মূল্য ২৫০ টাকা।

-----Ad1----