
প্রকাশ:
শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ || ১২:২৪
দেখা হয়েছে 283
মুক্তদিন সাহিত্য
হোম /
খবর
গ্রাফিক্স ডিজাইন :সুবর্না আক্তার






মেলায় প্রকাশিত ময়মনসিংহের কবি-লেখকদের কয়েকটি বই
প্রকাশ:
শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ || ১২:২৪
283
মুক্তদিন সাহিত্য

অমর একুশে বইমেলা শেষ হতে বাকি কয়েকদিন।শুরুর দিকে বিক্রি কম ছিল। দ্বিতীয়ার্ধে এসেও মেলায় মানুষের আনাগোনা বাড়লেও বিক্রি তেমন বাড়েনি বলে প্রকাশকদের অভিমত।
বইমেলা এলে প্রতিবছর ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের লেখকেরা নিজেদের প্রকাশিত বই নিয়ে বেশ উৎসবমুখর হয়ে ওঠেন। বছরের মাঝামাঝি থেকেই প্রকাশকদের তাগিদ দিতে থাকলে লেখকেরা।
এবারের মেলায় ময়মনসিংহে বসবাসকারী লেখকদের বেশ কিছু বই প্রকাশ হয়েছে। সেগুলো এখন মেলায় প্রকাশকদের স্টলে স্থান পেয়েছে।
ময়মনসিংহ থেকে অমর একুশে বইমেলায় প্রকাশিত কয়েকটি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে মুক্তদিন।
-মেলায় এসেছে কবি সরকার আজিজের কবিতার বই ‘শ্বাসমূলের নিশ্বাস’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশন। নম্ফোদ্র দিলাওয়ার করেছেন বইটির প্রচ্ছদ। ৬৪ পৃষ্ঠার এ বইয়ে মোট কবিতা রয়েছে ৫৬টি। শ্বাসমূলের নিশ্বাস বইটির মূল্য ২৪০ টাকা।
-মেলায় অরূপ কিষানের গল্পের বই ‘জিরানকাটের গল্প’ এনেছে বেহুলাবাংলা প্রকাশন। মোট ১৮টি গল্প রয়েছে এতে। প্রচ্ছদ এঁকেছেন হাজ্জাজ তানিন। ৮০ পৃষ্ঠার এ বইটির মূল্য ৩২০ টাকা।
-বেহুলাবাংলা থেকে এসেছে ময়মনসিংহের আরেক কবি কামাল মুহম্মদের বই ‘মাটির ময়ূর’ ( গীতিকবিত)। ৪০ টি গীতি কবিতা আছে বইটিতে। হাজ্জাজ তানিন করেছেন এর প্রচ্ছত। ৪৮ পৃষ্ঠার এ বইটির মূল্য ২৪০ টাকা।
-লেখক ও সাংবাদিক কামরান পারভেজের প্রথম উপন্যাস ‘এইসব রঙিন ধাঁধা’ প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। ৭২ পৃষ্ঠার এ উপন্যাসের মূল্য ২৫০ টাকা।
-এবারের বইমেলায় তরুণ কবি রাহাতুল রাফির কবিতার বই ‘কবিতা বিষয়ক মীমাংসিত ইস্যু’ প্রকাশ করেছে এবং মানুষ প্রকাশনী। ৮০ পৃষ্ঠার এ বইয়ে মোট কবিতা রয়েছে ৬৪টি। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইাটর মূল্য ২০০ টাকা।
-কবি মৌমিতা পালের কবিতার বই ‘মন ভাঙা পাখি’ প্রকাশ করেছে এবং মানুষ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান । এ কবিতার বইয়ে ৫৪টি কবিতা ও ৩৮টি অনুকাব্য রয়েছে। বইটির মূল্য ২০০ টাকা।