
পদত্যাগ করেছেন অন্তবর্তীকালীণ সকরারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে নিজের পদত্যাগপত্র দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গনমাধ্যমকে।
নতুন রাজনৈতিক দল গঠনের আগে উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে গনমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হয়েছে। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করতে পারেন বলেও গনমাধ্যমে ইতিপূর্বে প্রচার হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী শুক্রবার নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দিবে। ওই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম।