
প্রকাশ:
শনিবার, মার্চ ১, ২০২৫ || ০৫:২৬
দেখা হয়েছে 150
কেন্দুয়া প্রতিনিধি
হোম /
খবর
ছবি :মুক্তদিন
.
কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের ১০ গরু চুরি
প্রকাশ:
শনিবার, মার্চ ১, ২০২৫ || ০৫:২৬
150
কেন্দুয়া প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের ১০টি গরু চুরি গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনার জেরে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে ভুগছে বিভিন্ন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চোরেরা কৃষক সুন্দর আলী ও চাঁন মিয়া ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। এ সময় চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। এরমধ্যে বাছুরসহ দুটি গাভি,গর্ভবতী গাভি একটি ও পাঁচটি বকনা গরু রয়েছে। চুরি হওয়া এসব গরুর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় সাত লাখ টাকা।
গরু চুরির সম্পর্কে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন,গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে আমাদের ১০টি গরু চুরি করে নিয়ে গেছে। পরে ভোররাতে গিয়ে দেখি গোয়ালে গরু নাই। চোরেরা গরুগুলো নিয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে।”
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে গরুচুরি ও চোরদের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অনেকে গোয়ালঘরে রাত কাটাচ্ছেন। এ ছাড়া গরু চোরের উপদ্রব থেকে বাঁচতে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া গরুচুরি রোধে পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে।