
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০৩:২০
দেখা হয়েছে 163
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০৩:২০
163
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার (০২ মার্চ ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শহীদ ৫ পরিবার ও আহত ২৩ পরিবারকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)।
ইউএনও এরশাদুল আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।
ইফতার সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা হাসানুর রহমান সজিব, সাকিবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারিবৃন্দ।