
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০৭:৪৫
দেখা হয়েছে 386
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
হোম /
খবর
ছবি :মুক্তদিন
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০৭:৪৫
386
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে গৌরীপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকরাম হোসেন খান মামুন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল ইকরাম হোসেন খান। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাজহারুল আনোয়ার বলেন, সাবেক ছাত্রলীগ নেতা মামুনকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।