
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, প্রতি মঙ্গলবার ও বুধবার এ কর্মসূচি চলবে।প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং একজন ডিম ১১০ টাকায় বিক্রি হবে। এখানে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চা এক কেজি গরুর মাংস ও এক ডজন ডিম কিনতে পারবেন।প্রতিদিন বিক্রি হবে ১ হাজার কেজি গরুর মাংস ও ১০ হাজার ডিম। পুরো রমজান মাসজুড়ে প্রতি মঙ্গলবার ও বুধবার এ কার্যক্রম চলবে।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, রমজান মাসে স্বল্প আয়ের মানুষ বাজারের থেকে কম দামে যেন আমিষ পণ্য মাংস ও ডিম খেতে পারে সেজন্য এই উদ্যোগ। এই বিক্রয় কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে। এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে অনেক খুশি ক্রেতারা। এতে তাদের বড় উপকার হয়েছে।
তবে এই কার্যক্রম সপ্তাহে তিন-চারদিন থাকলে মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা হবে বলে জানান ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা ক্রেতারা।