
প্রকাশ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ || ১০:৩৪
দেখা হয়েছে 188
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ফেসবুকে আত্মহত্যার পোস্ট, তিন দিন পর ঘর থেকে লাশ উদ্ধার
প্রকাশ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ || ১০:৩৪
188
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ বাড়ি থেকে বদরুল আলম হিম্মত(৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মগটুলা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এর তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন নিহত বদরুল।
তিনি মগটুলা গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।
নিহত বদরুল আলমের ফেসবুক একাউন্টে দেখা যায়, গত রবিবার ভোর রাত ৪ টা ১৩ মিনিটে আত্মহত্যার কথা লিখে পোস্ট দেন। স্ট্যাটাসে বদরুল তার বাবা-মা ও দুই ভাইয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-'এই মানুষগুলো আমাকে মৃত্যুর চেয়ে ভয়ংকর মানসিক যন্ত্রণা দিয়ে সুসাইড করতে বাধ্য করেছে। বিশেষ করে আমার দুই ভাই। ভেবে নিয়েছি রমজানেই আমি পৃথিবী থেকে বিদায় নিবো। সত্যি বলতে বেকারত্বের যন্ত্রনা যে কতটা ভয়কর, তা যে বেকার সেই বোঝে। হয়তো আমাকে কবর দিয়ে সবাই ভুলে যাবে। কিন্তু আমাকে মেরে ফেলা মানুষ তুমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে। সে পর্যন্ত দোয়া করি ভালো থেকো। পরে একইদিন সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটের দিকে বদরুল ৫৮-৫৯ টি ঘুমের ট্যাবলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।
এ দুটি ফেসবুক পোস্টের পর গতকাল রাতে নিজের ঘর থেকে তার অর্ধগতিত লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিহতের বড় ভাই সারোয়ার আলম(৩৭) বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি চাকুরীর সুবাদে কেন্দুয়া থাকি। বিগত ২০ দিন ধরে আমার বাবা ঢাকায় ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় আমার চাচাতো ভাই মোখলেসুর রহমান ইফরতারের জন্য বদরুলকে ডাকাডাকি করলেও সে যায়নি। এদিন রাতে আমার মা তার মোবাইল নম্বরে ১০-১২ টা কল দিলেও সে রিসভ করেনি। সে অনেক বছর ধরে মাদকাসক্ত। ৪ বার তাকে রিহ্যাবেও পাঠানো হয়েছে। কিন্তু সে সংশোধন হয়নি। তাকে আমরা অনেকবার ব্যবসার জন্য টাকা দিয়েছি। তবে সে ব্যবসার টাকা নষ্ট করেছে মাদকের পিছনে। কিন্তু সে এমন সিদ্ধান্ত নিবে আমরা বুঝতেই পারিনি।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।