রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

দীর্ঘ সতের বছর আমাদেরকে শান্তিতে ইফতার করতে দেয়নি ফ্যাসিবাদের দোসররা – মাজেদ বাবু

প্রকাশ:

বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ || ০৮:৫২

214

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ

দীর্ঘ সতের বছর আমাদেরকে শান্তিতে ইফতার করতে দেয়নি ফ্যাসিবাদের দোসররা –  মাজেদ বাবু

ছবিঃ মুক্তদিন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,  ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘ সতের বছর আমাদেরকে শান্তিতে ইফতার করতে দেয়নি ফ্যাসিবাদের দোসররা। আজ দীর্ঘ সময় পর আপনাদের সঙ্গে এভাবে উন্মুক্ত স্থানে ইফতারে অংশ নিতে পেরে কি প্রশান্তি লাগছে বলে বুঝাতে পারবোনা।

আজ বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপস্থিত সকল নেতা-কর্মী এবং ইউনিয়নবাসীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “দলের শৃঙ্খলা ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ করলে সে যেই হোক না কেন, তাকে কোনভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবেনা।'

সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাহের মেম্বারের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এমদাদুল্লাহ খান জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির
যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ (হারুন), শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, নিজাম উদ্দিনসহ অন্যান্য যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং উপজেলা, পৌর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নসহ পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সরিষা ইউনিয়নে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন পৌরসভায় অনুষ্ঠিত হবে।
-----Ad1----