রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ময়মনসিংহের গৌরীপুর

দরিদ্র ও পথচারীদের জন্য যুবদল নেতার প্রতিদিনের ইফতার আয়োজন

প্রকাশ:

শুক্রবার, মার্চ ৭, ২০২৫ || ১২:৪৬

175

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

দরিদ্র ও পথচারীদের জন্য যুবদল নেতার প্রতিদিনের ইফতার আয়োজন

ছবিঃ মুক্তদিন
পবিত্র রমজান মাসে দরিদ্র ও পথচারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে ইফতারের আয়োজন করছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।  গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের সামনে এ ইফতারের আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ইফতারের আযোজন করা হয় বলে জানান যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারে দেওয়া হয় রান্না করা খিচুরি ও খেজুর। উত্তর বাজার এলাকায় ‍যুবদল নেতা-কর্মীদের উদ্যোগে রান্না হয় এ খিচুরি। পরে আসরের নামাজের পর থেকে ইফতার সাজিয়ে রাখা হয়। ইফতারের সময় হওয়ার আগে থেকেই যুবদল নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে দরিদ্র ও পথচারীদের ইফতারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। প্যাকেট করা এ ইফতার নিতে আসেন অনেক দরিদ্র মানুষ ও পধচারী।

 

স্থানীয় চা দোকানি সুমন মিয়া বলেন, রোজা উপলক্ষে দিনের বেলায় চায়ের দোকান বন্ধ থাকে। সন্ধ্যার আগে দোকান খোলার প্রস্ততি নেই। বাজারে ইফতার করলে ৫০-৬০ টাকা খরচ হয়। কিন্ত পাপ্পু ভাইয়ের এখান থেকে ইফতার পাওয়ায় আমাদের ওই টাকাটা বেঁচে যায়। শুধু আমি নই আমার মতো অনেকেই এখান থেকে ইফতার নেন

খোঁজ নিয়ে জানা গেছে, ইফতার আয়োজন করতে প্রতিদিন দুপুর থেকেই ব্যস্ত হয়ে পড়েন যুবদলের নেতা-কর্মীরা। নিজেরাই খাবার রান্না করার পাশাপাশি খাবার প্যাকেট করেন। এরপর সড়কের পাশে দাঁড়িয়ে রোজাদারদের জন্য ইফতার নিয়ে অপেক্ষ করতেন থাকেন তারা।
ইফতারের সময় ঘনিয়ে এলেই রিকশাচালক, অসহায়, দুস্থ পথচারীরা এখান থেকে এসে বিনামূল্যে ইফতার নিয়ে যান। পাশাপাশি ইফতারের প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে অসহায় শ্রমজীবীদের মাঝে বিতরণ করেন যুবদলের নেতা-কর্মীরা



স্থানীয় ব্যবসায়ী জহির আলম বলেন, রোজা রাখা যেমন সওয়াবের কাজ। তেমনি রোজাদারদের ইফতার করানোও সওয়াবের কাজ। এই প্রতিদিন যুবদলের নেতা-কর্মীরা ইফতারের প্যাকেট নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থেকে নিন্ম আয়ের মানুষ পথচারীদের ইফতার করায়, এটা প্রশংসনীয় উদ্যোগ


এ ইফতার আয়োজনের উদ্যোক্তা ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী উন্মুক্ত ইফতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন তিন শতাধিক মানুষকে ইফতার করানো হয়। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এই ইফতার আয়োজন চলবে রমজানের শেষ দিন পর্যন্ত

-----Ad1----