
প্রকাশ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ || ০৮:৪৫
দেখা হয়েছে 114
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
এ দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: মঞ্জুরুল হক
প্রকাশ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ || ০৮:৪৫
114
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর এবং জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান বলেন, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন। শনিবার ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সকল দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আন্দোলন করে এই দেশ থেকে যেমন করে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, তেমনি ভাবে সবাই মিলে এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ তানহার আলী, অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলমগীর কবীর, ইত্তেফাকুল উলামার ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, ইসলামি আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয় হাসানুর রহমান সজিব। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের সমর্থকবৃন্দ।