
ময়মনসিংহে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখা। আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ‘নারী ও শিশু ধর্ষণসহ সকল নির্যাতনের বিরুদ্ধে কঠোর বব্যস্থা গ্রহণের দাবি জানান। এতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা সহ সভাপতি লীলা রায়, সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সারাদেশে হত্যা-ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। ৩ বছরের কন্যা শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও ধর্ষণের শিকার হচ্ছে। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।