
পবিত্র রমজান মাসে সীমিত আয়ের মানুষের কথা বিবেচনা করে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে চালু হয়েছে সুলভ মূল্যের তিনটি দোকান। আজ মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার এ এসব দোকান উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
দোকানগুলোতে পেয়াজ, রসুন, আলু, টমেটোসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার দরের চেয়ে কিছুটা কম মূল্যে বিক্রি করা হবে। যাতে নিন্ম আয়ের মানুষ সহজে এসব পণ্য কিনতে পারে
উদ্বোধনের সময় সারমিনা সাত্তার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব দোকানগুলোতে সস্তায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি করা হবে।