
প্রকাশ:
বুধবার, মার্চ ১২, ২০২৫ || ০৬:৫৩
দেখা হয়েছে 614
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি : সংগ্রহীত


.
ময়মনসিংহে মিছিলে হামলা
প্রকাশ:
বুধবার, মার্চ ১২, ২০২৫ || ০৬:৫৩
614
মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের কতিপয় নেতা-কর্মী এ হামলা চালিয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করা হয়।
আজ বিকাল থেকে এ ধরনের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৩.৪৫ টায় ময়মনসিংহ নগরের মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা। মিছিলটি গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল বাম জোটের মিছিলের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। 'শাহবাগী গোসল কর' সহ বিভিন্ন উস্কানীমূলক স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যুক্ত হয় ইসলামি ছাত্র আন্দোলনের একটা মিছিল। এরপর তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতাকর্মীদের উপর যৌথভাবে হামলা করে। প্রথমেই নারী কর্মীদের উপর হামলা করে, ইটপাটকেল ছুঁড়ে এবং নেতাকর্মীদের গণহারে লাথি, কিল, ঘুষি মারতে থাকে।
সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক হামলায় আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা আহবায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহ সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহবায়ক জুঁইসহ বাম জোটের সিনিয়র নেতৃবৃন্দ।
হামলা পরবর্তীতে বাম জোটের নেতাকর্মীরা আবারও মিছিল সংগঠিত করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহবায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন - 'জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা আবারও ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারাদেশে খুন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে 'শাহবাগী' ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী। তারই অংশ হিসেবে আজকে বাম জোটের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলা করল। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'