
প্রকাশ:
বুধবার, মার্চ ১২, ২০২৫ || ০৯:০৩
দেখা হয়েছে 339
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি : সংগ্রহীত
ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা?
প্রকাশ:
বুধবার, মার্চ ১২, ২০২৫ || ০৯:০৩
339
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে নিয়ে সংবাদ প্রকাশের পর ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা।
আজ বুধবার (১২ মার্চ) বুধবার দুপুরে ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মুনায়েম মিয়া এমন দাবি করেছেন। তিনি দাবি করেন, তার কাছে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম।
এ প্রসঙ্গে মুনায়েম মিয়া বলেন,'এসআই নজরুল ইসলাম খবর পাঠায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সাক্ষাৎ করার জন্য। দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে গেলে এসআই নজরুল ঘুষের ৬০ হাজার টাকা আমার হাতে ফেরত দেন।
ঘুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে জানতে চেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি বলেন,' "এবিষয়ে সাক্ষাতে কথা বলবো।"
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)ওবায়দুর রহমান বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয়টি জানা নেই। তবে টাকা নিয়ে থাকলে ফেরত দিতে বলেছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।
উল্লেখ্য যে, গত বছরের ১ অক্টোবর
জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডিউটিরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের না ধরে সন্দেহজনক ৪ জনকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে পুলিশ। ওই চার জনের উপর পুলিশ নির্যাতন চালায়। তাদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করে পুলিশ। পরে ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আজ(১২ মার্চ) ঘুষের টাকা ফেরত দেয় পুলিশ।