ছবি :মুক্তদিনপ্রকাশ:
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ || ০৬:৩২
দেখা হয়েছে 264
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ময়মনসিংহে মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশ:
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ || ০৬:৩২
264
মুক্তদিন প্রতিবেদনঃ
ছবি :মুক্তদিনগতকাল বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতা-কর্মীরা। সারাদেশে নারী-শিশু ধর্ষণ, সহিংসতা ও নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করা, ধর্ষক ও উষ্কানীদাতার শাস্তি নিশ্চিত করা, চুরি, ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ, আইন-শৃঙ্খলার অবনতি রোধ করা, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভেঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে গতকালের বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মফিজ উদ্দিন ভবনের সামনে পৌঁছলে মিছিলে পিছন থেকে হামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের ও ইসলামি ছাত্র আন্দোলনের কতিপয় সদস্য। হামলায় আহত হন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহবায়ক আরিফুল হাসান, বাকৃবি শাখার সহ- সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহবায়ক জুঁই, সিপিবি ময়মনসিংহ সদর কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু সহ অন্যন্য নেতৃবৃন্দ।
গতকাল বুধবার মিছিলে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ময়মনসিংহে 'বাম গণতান্ত্রিক জোট' এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের মালগুদাম থেকে শুরু হয়ে নতুন বাজার-টাউন হল প্রদক্ষিণ করে এসে মালগুদামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ(মার্কসবাদী) এর জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রব মোশাররফ প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে আছিয়া হত্যার বিচার, গতকালের হামলার সাথে যুক্ত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার-বিচার ও সারাদেশে ধর্ষণ নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাষ্ট উপদেস্টার পদত্যাগ দাবী করে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লড়াইকে বেগবান করবার আহ্বান করা হয়।









