রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

.

ঈদ মার্কেটে কেন দুই স্পাইডার-ম্যান

প্রকাশ:

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ || ০৬:৪২

106

মুক্তদিন প্রতিবেদনঃ

ঈদ মার্কেটে কেন দুই স্পাইডার-ম্যান

ছবি :মুক্তদিন
প্রতি বছর ঈদের আগে সারা দেশে জমে ওঠে পোশাক ও জুতার বাজার। প্রতিযোগিতায় টিকে থাকতে  ক্রেতারদের নানা ভাবে ভুলাতে চান দোকানিরা। এবার ঈদ আসতে এখনো ১৫ দিনের বেশি বাকি। তবে বিপনিবিতানগুলোতে এরমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। 
ক্রেতাদের আকৃষ্ট করাতে এবার নতুন কৌশল দেখা গেছে ময়মনসিংহ নগরে বিখ্যাত ব্র্যান্ড লটোর ময়মনসিংহ নগরের সি কে ঘোষ রোড ও নতুন বাজার শোরুমে।  এ দুটি শোরুমের সামনে দেখা যায়, স্পাইডার ম্যান সেজে দুজন নতুন ক্রেতাদের আকৃষ্ট করছেন। তারা স্পাইডার ম্যানের পোশাক পরে শোরুমের সামনে দিয়ে হেঁটে যাওয়া মানুষদের সামনে বিচিত্র অঙ্গ ভঙ্গি করছেন।
গত মঙ্গলবার রাতে লটোর সি কে ঘোষ রোড শোরুমের সামনে এবং গতকাল বুধবার রাতে নতুন বাজার শোরুমের সামনে এমন দৃশ্য চোখে পড়ে। 
গতকাল বুধবার রাতে নতুন বাজার শোরুমের সামনে স্পাইডার ম্যান সাজা একজন তরুণের কাছে জানতে চাইলে ওই তরুণ বলেন, ক্রেতাদের নজর কাড়ার জন্য আমরা এমন ভাবে সেজেছি। 
পরে নতুন বাজার শোরুমের ভেতর গিয়ে একজন কর্মীর সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা যায়,  শোরুমের দুজন কর্মীই কিছু সময়ের জন্য এমন স্পাইডার ম্যান সেজেছে। এটি ঈদের আগে ক্রেতাদের আকৃষ্ট করতে করা হচ্ছে।  লটোর কেন্দ্রীয় সিদ্ধান্তে সারা দেশে লটোর শোরুমে এমন ভাবে কর্মীদের স্পাইডার ম্যান সাজিয়ে রাখা হচ্ছে বলেও জানান শোরুমের কর্মীরা।
স্পাইডাট ম্যান অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন একটি  কাল্পনিক কমিম চরিত্র। 
উইকিপিডিয়ার মতে, এ চরিত্র সৃষ্টি করেছেন  মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক, লেখক স্ট্যান লি ও কার্টুনিস্ট স্টিভ ডিটকো। স্পাইডার প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালের আগস্ট মাসে এমেইজিং ফ্যান্টাসির ১৫তম সংখ্যায়।
-----Ad1----