
ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পথচারীদের হাতে ইফতারির প্যাকেট তুলে দিচ্ছিল সংগঠনটির তরুণ সদস্যরা। আচমকা ইফতারের প্যাকেট পেয়ে অনেকে আবেগআপ্লুত হয়ে পড়েন।
আজ শুক্রবার ভাসমান, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ'। ওই সময় ইফতার পেয়ে ছিন্নমূল মানুষ
এমন আবেগ অপ্লুত হয়ে পড়েন।
সংগঠনের
তরুণেরা জানান, ১৫০ জন রোজাদারের বিনামূল্যে ইফতার বিতরণ করছে। ইফতারির মধ্যে রয়েছে খিচুড়ি, শসা,গাজর,লেবু ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদ উপলক্ষে তাঁরা এতিমদের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করবে বলেও জানান সংগঠনের সদস্যরা।
ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, সাংবাদিক রেজাউল করিম রাজু, রাকিবুল ইসলাম শুভ, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক, গ্রুপটির মডারেটর মো. আরিফুল হক, মহিউদ্দিন রানা, বায়েজিদ আহমেদ বিজয়,সোহাগ, আরিফ আল মামুন,মাসুম আহমেদ, মাজহারুল ইসলাম, আল-আমিন, রাকিবুল ইসলাম, মুস্তাকিম প্রমুখ।
তিনি আরো বলেন, 'জনতার ঈশ্বরগঞ্জ' প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। শুধু তা-ই নয়, ভালো কাজের মধ্যদিয়ে ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।'