
প্রকাশ:
রবিবার, মার্চ ১৬, ২০২৫ || ০৮:১৩
দেখা হয়েছে 120
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি : সংগ্রহীত

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন
যারা নির্বাচন প্রলম্বিত করতে চায়, তারা দেশ ও জাতির ক্ষতি ডেকে আনছে'
প্রকাশ:
রবিবার, মার্চ ১৬, ২০২৫ || ০৮:১৩
120
মুক্তদিন প্রতিবেদনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিজেদের লাভ-ক্ষতির চিন্তা করে বিএনপি রাজনীতি করে না, বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ। যারা নিজেদের লাভ -ক্ষতির চিন্তা করে নির্বাচন প্রলম্বিত করতে চায় , তারা দেশ ,জাতি ও গণতন্ত্রের ক্ষতি ডেকে আনছে ।
বিএনপি ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ । অবাধ ,নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মধ্যদিয়ে ৩১ দফাসহ সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন করে ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে ।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতোলা ইউনিয়নের রণসিংহপুরে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেব।
ইফতার পূর্ব আলোচনায় এমরান সালে প্রিন্স বলেন , কয়েকজন সম্মানিত চিন্তাবিদ নিজেদের মতাদর্শকে মনের মাধুরী মিশিয়ে গণ অভূত্থানের আকাঙ্ক্ষা হিসেবে চালিয়ে দিচ্ছেন । তারা সংস্কারের নামে অবাস্তব ও জন সম্পৃক্তহীন ইস্যু সামনে নিয়ে এসে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়াকে প্রলম্বিত করছে ।
তিনি বলেন , সংস্কার , নির্বাচন প্রশ্নে কেউ কেউ বিএনপিকে নসিহত করছেন , তাদের উদ্দেশ্যে বলি , বিএনপিকে নসিহত করার প্রয়োজন নাই ।
তিনি বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে । দেশ ও জনকল্যানে যা কিছু ভালো , দলীয় স্বার্থের বাইরে গেলেও বিএনপি তা গ্রহণ করতে দ্বিধা করে না । কিন্তু দেশ ও জনগণের ক্ষতি হয় , এমন কোন কাজ বিএনপি করতে পরে না । সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন , বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্ব প্রথম সংস্কারের কথা বলেছে , এখনও বলছে , ভবিষ্যতে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে ।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও জন কল্যাণে ভবিষ্যৎ কর্মসূচি উল্লেখ করে বলেন , বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে । তিনি আগামী দিনে ধোবাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন ।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলজাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা আব্দুস শহিদ , মাহমুদুল হাসান সোহাগ ,রুহুল আমিন প্র্রমুখ বক্তব্য রাখেন ।