
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ বিকেলের দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। সন্ধ্যায় লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং পড়নে ছিল সালোয়ার কামিজ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, ’ এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।