শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

.

গফরগাঁওয়ে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

প্রকাশ:

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ || ০১:৪৫

332

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁওয়ে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক।গতকাল সোমবার রাতে পাগলা থানা এলাকার তললীগ্রামে এই ঘটনা ঘটে। 
নিহত যুবকের নাম  মেহেদি হাসান রাকিব (২৩)। তিনি তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাবিদ নামের এক যুবক।তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার ইয়াসিন পক্ষের সঙ্গে নিহত মেহেদি হাসান রাকিবের  মাটি কাটা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার রাত ১০ টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাবিদ। 
পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। কোমরে গুলিবিদ্ধ সাবিদকে স্বজনেরা চিকিৎসার জন্য প্রথমে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। নিহত মেহেদী হাসান রাকিবের বাবা মজিবর রহমান বলেন, ‘আমার ছেলে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল। এর আগেও আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়েছে। এখন স্থানীয় ইয়াসিন, ফরিদ ও জিয়া অবৈধভাবে বালু উত্তোলন করছিল্য। এতে বাধা দেওয়ায় আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছ। আমি খুনীদের বিচার চাই।’
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা যায় হত্যাকান্ডের ঘটনাটি বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

Warning: PHP Startup: Unable to load dynamic library 'oci8.so' (tried: /opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so (libclntsh.so.12.1: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so.so (/opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0

Warning: PHP Startup: Unable to load dynamic library 'pdo_oci.so' (tried: /opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so (libclntsh.so.21.1: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so.so (/opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0