রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

নান্দাইলে ১৪৪ ধারা জারি

বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

প্রকাশ:

বুধবার, মার্চ ১৯, ২০২৫ || ০৮:০০

100

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

দুই পক্ষের মাঝখানে পুলিশের অবস্থান।ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল কলেজের সামনে। মুক্তদিন।

ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির দুই পক্ষ সভা করা নিয়ে ব্যাপক গোলযোগের সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে

আজ বিকাল চারটার দিকে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রচার করেন

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির কিছু নেতা কলেজ মাঠে মাইক লাগিয়ে বক্তব্য রাখতে শুরু করেন সেখানে সদ্য গঠিত নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কয়েকজন সদস্য ও দলটির শীর্ষস্থানীয় নেতা উপস্থিত হবেন বলে প্রচার চালাতে থাকেন

সূত্রটি আরও জানায়ঘন্টা খানেক পর বিএনপির আরও কিছু নেতা-কর্মী কলেজ মাঠে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় 

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি  দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়  সময় সেখানে আতংক তৈরি হলে কলেজ মার্কেটের  আশেপাশের দোকানপাঠ বন্ধ হয়ে যায় ব্যবসায়ী  সাধারণ মানুষ ছোটাছুটি করতে থাকেন

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওসারমিনা সাত্তার , ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপিদেবাশীষ কর্মকারসহকারী কমিশনার (ভুমিমোফয়জুর রহমাননান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমোজাহিদুল ইসলামসহ পুলিশের বড় একটি দল ওই কর্মকর্তারা কলেজের ফটক ও ভেতরে অবস্থান নেন

বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষের উত্তেজনার মধ্যে কলেজ ফটকের বাইরে কয়েকটি ককটেল বিষ্ফোরণের আওয়াজ পাওয়া যায়  ঘটনায় উভয় পক্ষের মধ্যে আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়

আহতদের কয়েকজন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির ঘোষণা করে

ইউএনও সারমিনা সাত্তার সাংবাদিকদের জানানজানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ  এর আশপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে


-----Ad1----