
প্রকাশ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ || ০৯:৩১
দেখা হয়েছে 116
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ || ০৯:৩১
116
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজ বুধবার (১৯মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কুরাইশী টিটু, কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন।
এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সারোয়ার জাহান,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ হারুন। মোনাজাত পরিচালনা জামিয়া গাফুরিয়া ইসলমামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী।