
গতকাল বুধবার বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ ভোরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলের যুগ্ন মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়। ওই চিঠিতে আজিজুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এএফএম আজিজুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাঁর স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রæয়ারি নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে উপজেলা কমিটির পদবঞ্চিত নেতারা বিক্ষোভ মিছিল করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে দুপক্ষের উত্তেজনা বিরাজ করছিল।
অব্যাহতির বিষয়ে এএফএম আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, অব্যাহতির বিষয়টি আমার কাছে ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। দলীয় চিঠি পাওয়ার পর আমি সবকিছু অবগত করে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করবো।
এদিকে বহিষ্কারের প্রতিবাদে আজিজুল ইসলামের সমর্থকেরা আজ বিকাল পাঁচটার দিকে নান্দাইল পৌর শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করেছেন। তাঁরা একজন ত্যাগী নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। পাশাপশি বহিষ্কারাদেশে দ্রæত প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেন।