
প্রকাশ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ || ০৭:৪৩
দেখা হয়েছে 119
তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা
হোম /
খবর
ছবি :মুক্তদিন
তারাকান্দায় অন্তঃস্বত্বা প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রকাশ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ || ০৭:৪৩
119
তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের তারাকান্দায় ৮ মাসের অন্তঃস্বত্তা এক প্রতিবন্ধীকে নিজ ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের চেষ্টার সময় আহত অন্তঃস্বত্তা গৃহবধূকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা কামারগাঁও ইউনিয়নের একটি গ্রামে।
জানা গেছে, ৩ এপ্রিল(বৃহস্পতিবার) রাত ১ টার দিকে গৃহবধূর স্বামী গৃহবধূকে ঘরে একা রেখে বাড়ীর পাশের দোকানে টিভি দেখতে যায়। ওই সুযোগে প্রতিবেশী এক ব্যক্তি ঘরে প্রবেশ করে ৮ মাসের অন্তঃস্বত্বা ওই প্রতিবন্ধী গৃহবধূকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে যায়।সবাই এগিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। ধ্বস্তাধ্বস্তিতে আহত গৃহবধূর জরায়ুমুখে রক্তপাত শুরু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. টিপু সুলতান। তিনি বলেন,
এ ঘটনায় অভিযুক্তের বড়ভাইকে আমরা হেফাজতে নিয়েছি। ভিকটিমের বাবার সাথে কথা হয়েছে। তিনি মেয়ের চিকিৎসার স্বার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। সেখান থেকে এসে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরাও ভিকটিমের খোঁজখবর নিচ্ছি। আরও অনুসন্ধান ও পরীক্ষানীরিক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।