রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

.

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

প্রকাশ:

সোমবার, এপ্রিল ৭, ২০২৫ || ০৪:৫৬

93

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ছবিঃ মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্নী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজসোমবার (০৭ এপ্রিল ২০২৫) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে নিহত তন্নী উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে


এ দুর্ঘটনার প্রতিবাদে গাছের গুঁড়ি দিয়ে প্রায় ৩০ মিনিট ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী পরে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে তখন তারা অবরোধ তুলে নেয়

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসাসুদিপ্ত প্রিয়ন্তি’ নামের একটি যাত্রীবাহী বাস ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা তন্নীর মৃত্যু হয় ছাড়াও অটোরিকশাতে থাকা মরিয়ম আক্তার (৪০) রাকিব হাসান (২২) নামে দুই যাত্রী আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান সেখানে মরিয়ম আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত তন্নী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন সোমবার সকাল ১০ টায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন প্রাইভেট পড়ে ফেরার পথে বাড়ির পাশেই দুর্ঘটনায়
নিহত হন তন্বী দুই ভাই এক বোনের মধ্যে তন্নী সবার বড় ছিলেন

সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান তন্নীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এঘটনার পর তন্নীর বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র মেয়েকে হারিয়ে আহাজারি করছেন তন্নীর মা দূরদূরান্ত থেকে ছুটে আসা আত্মীয়স্বজনসহ প্রতিবেশিরা তাকে সান্ত্বনা দিচ্ছেন

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছাড়া বাসটি জব্দ করা হয়েছে পাশাপাশি চালককেও আটক করা হয়েছে ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন'

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরুদ্ধ করে দেওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চলাচলের উপযোগী করে দেওয়া হয় এলাকাবাসীর দাবি হারুয়া বাজার সংলগ্ন এলাকাটি অধিক ঝুঁকিপূর্ণ, তারা জায়গাটিতে স্পিড ব্যাকার দেওয়ার আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি তন্নীর পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাচ্ছি আহতদের সুস্থতা কামনা করছি


-----Ad1----