
প্রকাশ:
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ || ০৮:৫৫
দেখা হয়েছে 2457
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
একজনের অবস্থা আশঙ্কাজনক
ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ
প্রকাশ:
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ || ০৮:৫৫
2457
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতাসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরমধ্যে পিতার অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ওই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আঃ জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫) এবং তার ছেলে রাজু মিয়া(২৭),রিয়াদ(১৬),মো. সজিব মিয়া(৩২),রমজান আলী(২৬)। আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাজু মিয়া জানান,সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় সে দলবল নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র-লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমারা চার ভাই ও বাবা গুরুত্বর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে।
এতে ঘটনার দিন রাতেই ভোক্তভোগী রমজান আলী(২৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন- পৌর এলাকার চরনিখলা গ্রামের ইসরাফিলের ছেলে রাজা মিয়া(২৫),ধামদী গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম(২৬),শাহিনুর(৩৫), আমিনুল(৪০),মো. আজিজুল(৪৩)। ওপর আসামিরা হলেন- মো. আয়নাল হক(২৮),ইমন মিয়া(২২), মো. আনোয়ার(৪৫),সোহেল মিয়া(২৩),কামরুল (২৫)। ঘটনা রাতেই অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত সাত নম্বর আসামি ইমন মিয়া(২২) কে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তা ছাড়া বাড়িতে গেলে অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,' এ ঘটনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।