
ময়মনসিংহের তারাকান্দায় ফিসারির পানিতে ডুবে মো. তাওহিদ(৬)এবং মোছা.আফছা মনি(৫)নামের দুইটি শিশুর মৃত্যু হয়েছে । আজ (মঙ্গলবার)দুপুরে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিমপাগুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদ পশ্চিমপাগুলী গ্রামের মো. আনারুল
মিয়া ছেলে এবং আফছা মনি সামিউল ও মাইমুনা
দম্পতির সন্তান বলে জানান স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা
গেছে, আজ দুপুরের দিকে বাড়ির পাশে ফিসারির পাড়ে খেলতে থাকা অবস্থা কোন এক সময়
ফিসারির পড়ে যায় শিশু দুটি।অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও শিশু দুটির হদিস না
পেয়ে আত্নীয়রা খুঁজতে শুরু করে।একপর্যায়ে ফিসারিতে ভেসে থাকা অবস্থায় শিশু
দুটির লাশ উদ্ধার করা হয়।এ সময় সাউদা নামের অপর এক শিশুকে জীবিত উদ্ধার
করেছে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার
ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, দুপুরের দিকে বাড়ীর পাশের ফিসারি থেকে শিশু
দুটির লাশ উদ্ধারের পর খবর পেয়ে আমি এবং থানা পুলিশের টিম ঘটনাস্থলে
পৌছাই।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সকল আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।