
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী জীবনতলার পরিত্যক্ত লাবণী শুটিং স্পট থেকে আজ মঙ্গলবার দুপুরে সাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবাব উপজেলার হবিরবাড়ী জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা গ্রামের বাসিন্দা ও হাফিজ উদ্দিন সরকার হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক । তার ছেলে সাবাব সরকার বিদ্যুৎমিস্ত্রি ও ড্রাম্পট্রাক চালক ছিলেন। গতকাল সোমবার বিকালে কে বা কারা মোবাইল ফোনে সাবাকে ডেকে নেয় । আজ মঙ্গলবার সকালে তার বাবার মোবাইলে ফোন দিয়ে এক ব্যক্তি জানান, পরিত্যক্ত লাবণী সুটিং স্পটে তার ছেলের লাশ পড়ে আছে। মোবাইলে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। লাশের হাতে ও মুখে আঘাতের চিহৃ রয়েছে।
সাবাবের বাবা হাফিজ উদ্দিন সরকার জানান , সোমবার বিকালে তার ছেলে সাবাবকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। তিনি দাবি করেন , পরিকল্পিত ভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তার হাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যা না অন্যভাবে মারা গেছে তা জানা যাবে।