রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ময়মন‌সিং‌হের নান্দাইল

সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

প্রকাশ:

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ || ০৩:১০

287

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

ছবি : সংগ্রহীত
আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ময়মন‌সিংহ ৯ (নান্দাইল) আস‌নের সাবেক সংসদ সদস‌্য মেজর জেনারেল (অবঃ) আবদুস সালামের ভাতিজা মো. আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত ফারুক নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপ‌জেলা যুবলীগের বর্তমান আহবায়ক।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আবু নাঈম ফারুক নান্দাইল উপজেলার রসুলপুর গ্রা‌মে অব‌স্থিত সাবেক পরিকল্পনামন্ত্রীর বাড়িতে অবস্থান কর‌ছি‌লেন। এ খবর পে‌য়ে তাকে ওই বা‌ড়ি থেকে থাকে আটক করে‌ছে নান্দাইল মডেল থানা পুলিশ‌ের এক‌টি দল।  বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। 

ওসি আরোও  জানান- গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা ফারুক কে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হয়েছে। প‌রে তাঁ‌কে বিষ্ফোরক আইনে দা‌য়ের করা পুরাতন এক‌টি মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আজ শুক্রবার আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

যুবলীগ নেতা আবু নাঈম ভূঁইয়া ফারুক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনামন্ত্রীর ভাতিজা পরিচয়ে নান্দাইলে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজিতে লিপ্ত ছি‌লেন ব‌লে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।  এছাড়া তাঁর বিরু‌দ্ধে ছাত্র- জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন‌্যে তার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলার ঘটনাও ঘটিয়েছিল ব‌লে অ‌ভি‌যোগ।

-----Ad1----