
প্রকাশ:
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ || ০৩:২৬
দেখা হয়েছে 174
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ:
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ || ০৩:২৬
174
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আরো তিন যাত্রী আহত হয়েছে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা - গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার গোয়ারী নন্দীবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলপন, ভালুকা উপজেলার পূর্ব ভালুকা মন্ডলপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ও পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক লাল মিয়া (৩২) ও ভালুকা পৌর সভার ৪ নং ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)।
আহতরা হলেন, নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), লাল মিয়ার মামী জোৎস্না আরা (৬৫) ও সিএনজি চালক রোমান মিয়া (৪২)। আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও ৪ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্য চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোকেয়া আক্তার মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।