রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

গফরগাঁওয়ে শহীদ আব্দুল বেপারীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ || ০৭:০৩

27

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁওয়ে শহীদ আব্দুল বেপারীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাক হানাদার বাহিনীর বিমান হামলায় প্রথম শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বেপারী।
গতকাল বৃহষ্পতিবার শহীদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে  পৌর শহরের রাঘাইচটি গ্রামে মরহুমের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ আব্দুল বেপারী পরিবারের সদস্যবৃন্দ।

গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, এনটিভির এম আইয়ুব আলী,দৈনিক কালেরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল।
শহীদদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহছান এডভোকেট, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এবং মরহুমের পুত্র ব্যবসায়ী আমিনুল হক কামাল ও শহীদের নাতী আল আমিন জনি প্রমূখ।

১৯৭১ সালে ১৭ এপ্রিল সকালে পাকিস্তানী হানাদার বাহিনীর বোমারু বিমান গফরগাঁও বাজারে আক্রমণ করে বোমা নিক্ষেপ ও মেশিন গানের গুলি বর্ষণ করে। সেদিনের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রথম শহীদ হন
আব্দুল বেপারী। 
দেশ স্বাধীনের পর গফরগাঁও বাজার প্রবেশ পথে শহীদ আব্দুল বেপারী নামে তোরণ নির্মাণ করা হয়। তোরণটি ২০১৯ সালে রাস্তা প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলেও দীর্ঘদিনে নির্মাণ করা হয়নি। পরিবারের দাবি দ্রুত শহীদ আব্দুল বেপারী তোরণটি পুন:র্নিমাণ করা হোক।

-----Ad1----