মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ:

সোমবার, এপ্রিল ২১, ২০২৫ || ০৯:২৬

25

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)

ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুকিবুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকিবুল হাসান বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ অপপ্রচারের মূল হোতা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ এলজিইডি শাখার সভাপতি পরিচয়ধারী ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগের দোসর এই নেতা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মানববন্ধন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, মাসুদ বিএনপির মাঝে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করছে। অন্যদিকে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। 

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, মাসুদের নেতৃত্বে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম রুবেল, ইউনিয়ন তাঁতীদল সভাপতি আবু সাইদ প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় বিএনপি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গফরগাঁওয়ে বিএনপির রাজনীতি ও সংগঠনকে সুরক্ষার জন্য 
ফ্যাসিস্টদের আইনের আওতায় আনার দাবি জানান।  সেই সাথে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা বিতর্কিত এই ইঞ্জিনিয়র মাসুদুল ইসলাম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান । 

-----Ad1----