মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

মামাকে হত্যার অভিযোগে অবশেষে ভাগ্নে গ্রেপ্তার

প্রকাশ:

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ || ০৮:০৩

54

কেন্দুয়া প্রতিনিধি

মামাকে হত্যার অভিযোগে অবশেষে ভাগ্নে গ্রেপ্তার

ছবি :মুক্তদিন
নেত্রকোনা  জেলার কেন্দুয়ায় কাঞ্চন মিয়া (৬৫) হত্যা মামলার এক নম্বর আসামি ভাগ্নে মাজহারুল ইসলামকে (২১) অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী জেলার পাঁচদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে মাজহারুল ইসলাম প্রায় সময় তাঁর মাকে মারধর করতেন। ঘটনারদিন গত ৪ ফেব্রুয়ারি দুপুরেও তাঁকে মারধর করা হয়। এক পর্যায়ে অসহায় ওই নারী বিষয়টি ভাই কাঞ্চন মিয়াকে জানান। পরে তিনি বাড়িতে এসে এর প্রতিবাদ করেন এবং ভাগ্নে মাজহারুলের কাছে বোনকে এভাবে মারপিটের কারণ জানতে চান। আর এতে ক্ষিপ্ত হয়ে মাজহারুল ও তাঁর স্ত্রী মামা কাঞ্চন মিয়াকে বেদম মারপিট করেন। এতে গুরুতর আহত কাঞ্চন মিয়াকে প্রথমে কেন্দুয়া উপজেলা কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওইদিন সন্ধ্যার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় মাজহারুলকে এক নম্বর আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এ অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,কাঞ্চন মিয়া খুনের ঘটনায় পলাতক মামলার এক নম্বর আসামি নিহতের ভাগ্নে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
-----Ad1----