শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

মানববন্ধন আয়োজন করে ভুমি দখলের অভিযোগ অস্বীকার করলেন বিএনপি নেতা

প্রকাশ:

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ || ০৬:৫৮

192

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

মানববন্ধন আয়োজন করে ভুমি দখলের অভিযোগ অস্বীকার করলেন বিএনপি নেতা

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকন উদ্দিন তাঁর বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন।

আজ বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় কালীগঞ্জ বাজারের প্রধান সড়কে শতাধিক লোক জড়ো করে এক মানববন্ধন আয়োজন করে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
 
মানববন্ধনে রোকন উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। ওই বক্তব্যে তিনি জানান, কালীগঞ্জ বাজারে তাঁদের ২.২২ একর পৈত্রিক জমি রয়েছে। এসব জমিতে তাঁদের নিজস্ব পাকা ভবন, অগ্রণী ব্যাংকের কার্যালয় ও বিপণি বিতান রয়েছে। বিগত রমজানের সময় তিনি তাঁদের পৈত্রিক ভুমির সীমানা চিহ্নিত করে বেড়া লাগান। এরপর তাঁর পাশ্ববর্তী ভুমির মালিকদের মধ্যে শৈলেষ পালের পুত্র সুমন পাল বিভিন্নস্থানে অভিযোগ করেন আমি (রোকন উদ্দিন) নাকি বিএনপির প্রভাব খাঁটিয়ে তাঁদের ভুমি দখল করে নিয়েছি। এ ধরনের বানোয়াট ও মিথ্যা অভিযোগ করায় তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

বিএনপি নেতা রোকন আরও জানান, ১৯৮৪ সালের বিআরএস জরিপের ৮৬৯ দাগে কালীগঞ্জ বাজারে সুমন পালের বাবা-চাচাদের নয় শতক ভুমি রয়েছে। একই দাগে আমাদের পৈত্রিক ভুমি রয়েছে ছয় শতক। আমাদের জমি আমাদের দখলে রয়েছে। ইচ্ছে করলে সুমন পাল তাঁর লোকজন নিয়ে মাপজোঁক করে নিজের ভুমি ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিতে পারেন। আড়ালে থেকে তিনি আমাকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা অভিযোগ করতে পারেন না।
 
রোকন উদ্দিন বলেন, কিছু আওয়ামী ফ্যাসিস্ট লোক নেপথ্যে থেকে আমাকে দলীয়ভাবে বিপাকে ফেলার জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছেন। তাঁর নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের বিচার চান তিনি।

অভিযোগ প্রসঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে সুমন পাল মুক্তদিনকে বলেন, রোকন উদ্দিন আমার বড় ভাইয়ের মতো। কালীগঞ্জ বাজারে তাঁদের যেমন পৈত্রিক ভুমি রয়েছে আমাদেরও পৈত্রিক ভুমি আছে। তিনি (রোকন) আমাদের ভুমি ক্রয় করতে চেয়েছিলেন। আমরা তাঁর প্রস্তাবে রাজী হইনি। সেই ক্ষোভ থেকে তিনি আমাদের কাউকে না ডেকেই নিজের ইচ্ছায় সীমানা চিহ্নিত করে বেড়া লাগিয়ে দিয়েছেন। সুমন প্রশ্ন করে বলেন- এ ধরনের কাজ কি রোকন ভাই করতে পারেন। 

Warning: PHP Startup: Unable to load dynamic library 'oci8.so' (tried: /opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so (libclntsh.so.12.1: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so.so (/opt/alt/php81/usr/lib64/php/modules/oci8.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0

Warning: PHP Startup: Unable to load dynamic library 'pdo_oci.so' (tried: /opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so (libclntsh.so.21.1: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so.so (/opt/alt/php81/usr/lib64/php/modules/pdo_oci.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0