
প্রকাশ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ || ০৪:০৪
দেখা হয়েছে 204
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন

.
বিজ্ঞান-বাসে মুগ্ধ ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীরা
প্রকাশ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ || ০৪:০৪
204
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চালু করেছে অভিনব একটি উদ্যোগ—ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বাস দেশের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে ঘুরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ করে দিচ্ছে।
রঙিন ও গ্রাফিক্সে মোড়ানো এই বাসটির বাহ্যিক সাজসজ্জাই শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ে। বাসটির গায়ে দেখা যায় বিখ্যাত বিজ্ঞানীদের ছবি, চৌম্বক, অণুবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন বৈজ্ঞানিক চিত্র। ভেতরে রয়েছে আধুনিক বৈজ্ঞানিক উপকরণ ও মডেল, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বিজ্ঞান বিষয়ক পরীক্ষানিরীক্ষা দেখতে ও শিখতে পারে।
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, “বাসের ভিতরে অনেক কিছু দেখলাম—প্রকৃতপক্ষে বিজ্ঞান এখন আর কঠিন মনে হয় না, বরং অনেক মজার!”
বিদ্যালয়ের একজন অভিভাবক আতাউর রহমান বলেন, “এমন উদ্যোগ আমাদের গ্রামের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। যারা শহরের বড় বড় বিজ্ঞান মেলাতে যেতে পারে না, তারা এখন নিজেদের স্কুলেই এই অভিজ্ঞতা পাচ্ছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “এই প্রদর্শনী শুধু শিক্ষামূলক নয়, বরং এটি বাস্তব জীবনের সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করার একটি যুগান্তকারী প্রয়াস।”
বিসিএসআইআর সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই প্রকল্প আরও সম্প্রসারণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।