
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানতাঁর নাম মো. ইফতেকার মমতাজ খোকন।
তিনি বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।
এছাড়া পুলিশের আরেক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজগাতী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম (৩০) ও খারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন (৫৮) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল বুধবার গভীর রাতে ইউপি চেয়ারম্যানকে ময়মনসিংহ নগরের কাচিঝুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাকি দুজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।